সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ছাত্রদল কর্মীর নাম মো. হাসান ওরফে ডন হাসান (৩০)।
শুক্রবার রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসান নগরীর মুন্সিপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, "সিলেট নগরীর কাজলশাহ এলাকার নুরুল আমিনের ছেলে রাব্বিসহ কয়েকজন হাসানকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১