পেকুয়ায় বসতভিটার সীমানা বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন সামশুন নাহার (৫০), আনারকলি (১৮), হামিদা (৩২), কুলছুমা (১৪), সমশুর নাহার (৪৫), রহিমা (১৭) ও সামিনা আক্তার (২৫)।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান বলেন, "পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি এলাকায় আলী আহমদের ছেলে আহমদ ছবি গং ও মৃত তজু মিয়ার ছেলে জব্বর গংয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি শুনেছেন। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২