লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের পাটওয়ারীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানায়, স্থানীয় পাটওয়ারীহাট থেকে রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলেন ফারুক হোসেন। বাজারের অদূরে পৌঁছালেই হঠাৎ তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে একাধিক চুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন নান্নু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত ইউপি নির্বাচনে সদস্য পদে ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী মকবুলের নেতৃত্বে শরিফ ও আবুল খায়েরসহ ৬/৭ জন তার উপর হামলা চালায় বলে মৃত্যুর আগে হাসপাতালে আহত অবস্থায় ফারুক বলে গেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৭/মাহবুব