ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে পুতুল বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার সাটিহারী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাটিহারী গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলামের স্ত্রী পুতুল বেগম বসত ঘরের বৈদ্যুতিক বাতির হোল্ডারের কাজ করতে গিয়ে তারে জড়িয়ে যায়। পরে বাড়ির লোকজন উদ্ধার করে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন