পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ী গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার রাওগা গ্রামের রসুল গাজীর ছেলে। বুধবার বিকেলে ঢাকার সায়দাবাদ বাস ষ্টেশন থেকে বাড়িতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। তবে অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছ থেকে কিছুই নিতে পারেনি বলে তার শ্যালক মো. জলিলুর রহমান জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, তিনি পথে হকার ছদ্মেবেশে থাকা অজ্ঞান পার্টির কাছ থেকে ওষুধ মেশানো কিছু কিনে খেয়েছিলেন। কিন্তু জ্ঞান হারানোর আগেই বাসে উঠে পড়ায় তার কাছ থেকে কিছু নিতে পারেনি অজ্ঞান পার্টির সদস্যরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ