জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া শহর ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে শহরের জলেশ্বরীতলায় কালিমন্দিরের সামনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
ছাত্রলীগ বগুড়া শহর শাখার ৭, ১০ ও ১১ নং ওর্য়াড কমিটির আয়োজনে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, শহর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডোনিস বাবু তালুকদার, জেলা ছাত্রলীগনেতা মিম পোদ্দার, শহর ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক শেখ ফারহান আল অরছি প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশপ্রেমিক ছাত্রজনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন