তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যার দাবি জানিয়ে বগুড়ায় বাসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বাসদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, জেলা কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি রাধা রানী বর্মণ, সাধারণ সম্পাদক মাসুকুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ