কক্সবাজার টেকনাফে মাদক ও মানব পাচারসহ একাধিক মামলার ১৭ আসামি গ্রেফতার করেছে পুলিশ। এতে ২৮৯০ পিস ইয়াবা ও ৩৮৪ ক্যান বিয়ার উদ্ধার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন পুলিশ। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানান, গত বুধবার বিকালে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন ভুঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া নোয়াখালী পাড়া নামক এলাকা থেকে সন্দেহ ভাজন একটি মাইক্রোসহ ৭ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আব্দুল মাজেদের ছেলে শওকত আলম (৩০) ও মো. আলমগীর (৩২), একই এলাকার আব্দুল মাবুদের ছেলে ওসমান গণি (২৫), আব্দু মিয়ার ছেলে মোঃ ফারুক (২৫), মৃত আজিজুর রহমানের ছেলে হাফেজ উল্লাহ (৩৫), আব্দুল মালেকের ছেলে ইলিয়াছ (৩০) ও নয়াপাড়া কচুবনিয়া এলাকার মৃত মো. কাসেমের ছেলে গিয়াস উদ্দিন (৩১)। এসময় তাদেরসহ মাইক্রোটি থানায় আসা হয়। তাদের দেহ তল্লাশি চালিয়ে ১৪টি প্যাকেটে ২ হাজার ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে গ্রেফতারকৃতরা ইয়াবা ও মানব পাচার মামলার আসামি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক প্রেফতারি পরোয়ানা রয়েছে। উদ্ধার ইয়াবা ও মামলাসহ আসামিদের পলাতক মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন।
এছাড়া গতরাতে হোয়াইক্যং পুলিশ ফাড়ির একদল পুলিশ হোয়াইক্যং মহেষ খালীয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৮৪ ক্যান বিয়ারসহ দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, হোয়াইক্যং খারাংখালীর পূর্ব মহেষখালীয়াপাড়া এলাকায় আব্দুল গফুরের ছেলে শামসুলআলম প্র. শামসু(৩৫) ও একই এলাকার মৃত আব্দু রশিদের ছেলে মফিজ আলম প্র. বদি আলম(৪০)। উদ্ধার বিয়ারসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া সেন্টমাটিন পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এএসআই সালামের নেতৃত্বে সেন্টমাটিন এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ সেন্টমাটিন এলাকার মো. ইউসুফের ছেলে মো. সাকিলকে (২৪) আটক করা হয়। উদ্ধার ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে মাদকসহ সংশ্লিষ্ট আইনে মামলা করে কক্সবাজার আদালতে প্রেরন করা হয়। এছাড়া থানা পুলিশের এএসআই সানুয়ার, ফখরুল, হারুন, কিরনসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা টেকনাফের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, টেকনাফ ডেইল পাড়া এলাকার আব্দু রশিদ, বরইতলী এলাকার শামসুল আলম, সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মো. আমিন, পুরান পাড়া এলাকার সব্বির আহাম্মদ ও সুলতান আহাম্মদ, বাহারছড়া ইউনিয়নের চকিদার পাড়া এলাকার মো. আমিন, দক্ষিন শীলখালী বাইন্না পাড়া এলাকার সিকদার আলী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বৃহস্পতিবার কক্সবাজার আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এ মজুমদার