চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় গনকা মহল্লায় ৮টি ককটেল ও ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই ককটেল ও অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ব্যাপারে শুক্রবার বেলা সাড়ে ১১টায় র্যাব প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ হতে জানানো হয়েছে।
জানা গেছে, কয়েকদিন আগে ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এবং ওই সংঘর্ষে প্রায় ৩০টি বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ও একই এলাকার আলী হোসেনের মেয়ে আলো খাতুন দাদির সঙ্গে মহল্লার একটি পুকুরপাড়ে যায়। এ সময় একটি কুড়িয়ে পাওয়া ককটেল নাড়া-চাড়া করতে গিয়ে বিস্ফোরিত হলে আলো খাতুন আহত হয়।
এতে ধারণা করা হয় ওই এলাকায় আরও ককটেল অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এরই সূত্র ধরে আজ সন্ধ্যা থেকে ওই এলাকা ঘিরে রাখে র্যাব। রাতে রাজশাহী থেকে বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে পৌছায় তল্লাশী শুরু করলে ৮টি ককটেল ও ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩