ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় সড়কের সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে দুইজন গুলিবিদ্ধ ও একজন গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুইজন হলেন ওই এলাকার মুসা করিমের ছেলে আবু তাহের ও আবুল হাসেম। ধারালো অস্ত্রের কোপে আহত হন তাদের ভাই নরসাত।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরতর আহত অবস্থায় আবু তাহেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত নরসাত হোসেন জানান, তার ভাই আবু তাহের ওই এলাকার সড়কের সরকারি গাছের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। এলাকার আরিফ এবং সেলিম নামের দুইজন রাতের অন্ধকারে সরকারি গাছ কাটতে এলে তাদের বাঁধা দেয়ায় তারা আবু তাহেরকে গুলি করে। ভাইকে রক্ষা করতে এলে আবুল হোসেনকেও গুলি করেন তারা এবং তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
এ ব্যাপারে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শহীদুল ইসলাম জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।"
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাজহারুল ইসলাম জানান, "আবু তাহেরের বাম পায়ে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩