বরগুনা সদরে খেলা দেখাতে গিয়ে নিজের পোষা সাপের কামড়ে আলম সরকার (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত আলম সরকার বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের চর ধুপতি গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে আটটার দিকে নিজের পোষা সাপ দিয়ে মানুষকে খেলা দেখানোর সময় ওই সাপটি তাকে কামড় দেয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। বরিশাল যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬