রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় রেন্টু মিয়া (৪০) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি উপজেলার ফকিরপাড়া গ্রামের গুণি মোহাম্মদের ছেলে। শুক্রবার সকালে উপজেলার কুমরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে কুমরপুর এলাকায় একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি উল্টে যায়। যাত্রী রেন্টু অটোরিকশার নিচে চাপা পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল, ২০১৭/ফারজানা