রাজশাহীর চারঘাটে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ নজরুল ইসলাম নাজু নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর ৪ টার দিকে উপজেলার রাওথা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় চারঘাট থানায় মামলা হয়েছে।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, গোপন সংবাদে শুক্রবার ভোর ৪ টার দিকে পুলিশ উপজেলার রাওথা এলাকার নাজুর বাড়িতে অভিযান চালায়। এ সময় নাজুর গোয়াল ঘরের ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ওসি জানান, নাজু পেশাদার মাদক ব্যবসায়ী হলেও কিছুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের পাশাপাশি অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৭/হিমেল