চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গনকা মহল্লায় বৃহস্পতিবার রাতে নয়টি ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় তারেক (২২) নামে একজনকে আটক করেছে র্যাব। আটককৃত তারেক আলীনগর মহল্লার বারেক আলীর ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে তাকে আটক করা হয়।
এদিকে উদ্ধারকৃত ককটেলের মধ্যে একটি বিপদজনক হওয়ায় আজ শুক্রবার বেলা ১১টার দিকে তা নিষ্ক্রিয় করেছে র্যাব। র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল মাহবুব আলম প্রেস বিফিংয়ে জানান, উদ্ধারকৃত ককটেলগুলো কোন বড় ধরণের নাশকতা চালানোর জন্য আমবাগানের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। এর সাথে কোন সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা আছে কিনা তা জানতে আটককৃত ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হবে। পরে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, কয়েকদিন আগে ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এবং ওই সংঘর্ষে প্রায় ৩০টি বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ও একই এলাকার আলী হোসেনের মেয়ে আলো খাতুন দাদির সঙ্গে মহল্লার একটি পুকুর পাড়ে যায়। এসময় একটি কুড়িয়ে পাওয়া ককটেল নাড়া-চাড়া করতে গিয়ে বিস্ফোরিত হলে আলো খাতুন আহত হয়। এতে ধারণা করা হচ্ছিল ওই এলাকায় আরো ককটেল অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এরই সূত্র ধরে সন্ধ্যা থেকে ওই এলাকা ঘিরে রাখে র্যাব। রাতে রাজশাহী থেকে বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করলে নয়টি ককটেল ও আটটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ