নীলফামারী জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১৫জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল প্রদান করা হয়েছে। শুক্রবার(৭এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের আলী হোসেন সড়কস্থ নিজ বাসভবনে মন্ত্রী আসাদুজ্জামান নূর সুবিধাভোগীদের মাঝে চলাচল সহায়ক এসব উপকরণ তুলে দেন।
বিতরণকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সমাজ সেবা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আব্দুস সোবহান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফরহাদ হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু উপস্থিত ছিলেন।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী জানান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এবং মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিশেষ সহায়তায় সুবিধাভোগীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ