বৃহস্পতিবার দিবাগত রাতে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় তিন 'ফ্লাইং' চোরকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তারা হলেন- ওই উপজেলার রামের চর এলাকার আ. রশিদের ছেলে আনোয়ার এলাহী চিকু, ডাকাবর এলাকার শহিদুলের ছেলে জয়নাল ও শেরপুর পৌর এলাকার বাগবাড়ী অঞ্চলের শাহজাহানের ছেলে আতাউর হোসেন।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে ওই তিনজন গাজীপুরে থাকে। মাঝে মধ্যে এখানে আরও লোকজন নিয়ে এসে বড় ধরনের চুরি-ছিনতাইসহ নানা অপরাধ করে আবার চলে যায়। ওদের অসহ্য যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে অবশেষে ধরে পুলিশে দিয়েছে।
বাইরে থেকে এসে চুরি করে পালিয়ে যাওয়ার কারণে স্থানীয়রা তাদের নাম দিয়েছে ফ্লাইং (উড়ন্ত) চোর।
ঝিনাইগাতি থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, তারা পুলিশের খাতায় তালিকাভুক্ত ওয়ারেন্টের আসামি। আন্তঃজেলা চোর চক্রের হোতা এই তিন জন। তাদের আজ শুক্রবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ