মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কবি সাযযাদ কাদিরকে রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইলে দাফন করা হয়েছে। শুক্রবার সকালে তার মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্যে টাঙ্গাইল শহীদ মিনারে রাখা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে শহরের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম শহীদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।
পরে সেখান থেকে সাযযাদ কাদিরের মরদেহ টাঙ্গাইলের দেলদুয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল, ২০১৭/ফারজানা