বরিশালে মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের হল রুমে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
পরে অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে প্রথম জেলা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ এশিয়া দলিত ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের আহবায়ক সোমনাথ দে, সংগঠনের কেন্দ্রিয় কমিটির সভাপতি মুকুল রঞ্জন সিকদার। স্বপন কুমার বেপারীর সঞ্চালনায় সম্মেলনে বক্তারা বলেন, বিভিন্নভাবে বঞ্চিত সংখ্যালঘুদের অধিকার বাস্তবায়নে বর্তমান সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহনের আহবান জানান। বরিশাল বিভাগের অন্যান্য জেলার প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩