নওগাঁর পত্নীতলা উপজেলার দক্ষিণ আড়াইল গ্রামের বানু খাতুন (২৫) ও সদর উপজেলার ফারাদপুর গ্রামের রুবেল আলী মন্ডল (৩০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে পৃথক দুটি থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, প্রতিবেশীরা সকালে বানু খাতুনের লাশ বাড়ীর বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। তার গলায় একটি কাল দাগ ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্বামী রায়হান আলম পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামে রুবেল আলী মন্ডল নামে এক যুবকের লাশ শুক্রবার দুপুরে উদ্ধার করে পুলিশ। উপজেলার ভীমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রুবেল নিখোঁজ ছিল। তার বাড়ির পাশে আব্দুস সাত্তারের নির্মিত নতুন বাড়িতে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশিরা রুবেলের লাশ দেখে থানায় খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/ ৭ এপ্রিল, ২০১৭/ফারজানা