পটুয়াখালী জেলা ছাত্রলীগ কর্তৃক দুমকি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়ার পর তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ঘোষিত কমিটির ১২ নেতাসহ ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এতে ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে।
শুক্রবার সকালে ঘোষিত ওই কমিটির ১২ নেতা পদত্যাগ করে লেবুখালী-দুমকি-বাউফল মহাসড়ক অবরোধ করে। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সকাল ৯টায় দুমকি নসীব সিনেমা হল চত্বরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে নেতা-কর্মীরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।
চার ঘণ্টা ধরে সড়কে আটকে পড়া যানবাহনে চলাচলরত যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হয়েছে পায়ে হেঁটে। দুপুর ১টার দিকে পরিস্থিতি শান্ত হয়। বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা সাময়িকভাবে বিক্ষোভ ও সড়ক অবরোধ স্থগিত করলেও বিকেল ৪টায় আবারও তাদের কর্মসূচি শুরু করার ঘোষণা দেয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কমিটি ঘোষণার পর থেকেই উপজেলার একাধিক স্থানে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে পদত্যাগকারী ১২ নেতাসহ অসংখ্যা নেতা-কর্মী।
কমিটিতে অছাত্র, বিবাহিত, অযোগ্য, চাকুরীজীবী এবং ছাত্রদল-শিবির নেতাদের ঠাঁই দেয়া হয়েছে বলে আন্দোলনকারী গ্রুপের নেতারা দাবী করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খান স্বাক্ষরিত এক প্রেস নোটে বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে আনিসুজ্জামান সোহাগ মৃধা সভাপতি ও মো. সোহেল শরীফকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
দুমকি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন হাওলাদার জানান, ছাত্রলীগের ঘোষিত কমিটিতে অছাত্র, ছাত্রদল, শিবিরসহ চাকুরিজীবি ঠাঁই পাওয়ার বিষয়ে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। তাই আপাতত কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/ ৭ এপ্রিল, ২০১৭/ফারজানা