নোয়াখালী সদর উপজেলার আন্ডারচরে বসত বাড়িতে হামলা চালিয়ে এক নারীকে পিটিয়ে হত্যা ও একই পরিবারের চারজনকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার সকালে শান্তির হাটে অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকার কয়েক শত নারী, পুরুষ অংশগ্রহণ করে।
এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, গত ৩১ মার্চ আন্ডারচর গ্রামের আলম মাঝির নেতৃত্বে পাশের বাড়ির আবদুর রব, শাহজাহান, আনিছ, বাবুলসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মনিজার বাড়িতে এসে বাড়ি দখলের উদ্দেশ্যেস্বশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা খালেকের স্ত্রী মনিজা খাতুনকে পিটিকে হত্যা করে এবং তার দুই ছেলে, এক মেয়ে ও ছেলের বৌকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘনটনায় সুধারাম থানায় মামলা দায়ের করা হলেও আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী।
বিডি প্রতিদিন/এ মজুমদার