বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল এমপি বলেছেন, অসংখ্য আউলিয়া কেরামের আবাস ভূমি বাংলাদেশে কোনও অবস্থাতেই জঙ্গিবাদ স্থায়ীভাবে দাঁড়াতে পারবে না, বাংলার মাটিতে জঙ্গিবাদের স্থান হবে না। কারণ বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মের প্রতি তারা অনুগত, তারা ধর্মকে লালন করে পালন করে তাই কোন অবস্থাতেই ধর্মকে কুলষিত হতে দিতে পারে না। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য এম এ আউয়াল।
স্থানীয় নোয়াগাঁও ইসলামিয়া আলীম মাদ্রাসা মাঠে প্রতিষ্ঠানটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি এম এ মোমিন পাটোয়ারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী প্রমুখ। অন্যান্যের মধ্যে আরো ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া, সাবেক মেয়র বেলাল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চ, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা, মো. মফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হোসেন রানা প্রমুখ। সমাবেশে বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। একই সাথে সমাবেশে উপস্থিত সকলকে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী প্রতিরোধ গড়ে তোলাসহ বর্তমান সরকারের পাশে থাকার শপথ বাক্য পাঠ করান অতিথিরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার