বরিশাল নগরীর হাটখোলার কসাইখানা এলাকায় ব্যাটারী চালিত অটোরিক্সার চাপায় জুবায়ের হোসেন হৃদয় নামে (৬) এক শিশুর মৃত্যু হয়েছে। হৃদয় নগরীর রসুলপুর এলাকার সুমন হাওলাদারের ছেলে।
শনিবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনকারী নগরীর আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. এনামুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাটখোলা মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্র হৃদয় মাদ্রাসায় ক্লাস শেষে হেটে বাসায় যাচ্ছিলো। কসাইখানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি অটোরিক্সা হৃদয়কে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষনা করেন।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩