পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের উত্তর ধরান্দি এলাকায় মালবাহী মিনি ট্রাকের চাপায় পিতা মোঃ কামাল হোসেন হাওলাদার (৩০) ও তার তিন বছরের শিশু কন্যা কেয়া মনির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার বেলা ১২টার দিকে বাউফল-গলাচিপা সড়কের ধরান্দি লঞ্চঘাট এলাকায় এ দূর্ঘটনাটি হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কমলাপুর ইউনিয়নের উত্তর ধরান্দি গ্রামের বাসিন্দা সেকান্দার হাওলাদারের পুত্র কামাল হোসেন তার তিন বছরের শিশু কন্যা কেয়ামিনকে নিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকসায় যাচ্ছিল। উত্তর ধরান্দির লঞ্চঘাট এলাকা পৌছলে বিপরিত দিক থেকে আসা প্রান গ্রুপের একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ই-১৪-১৮২৩) অটো রিকসাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু কেয়ামনির মৃত্যু হয়। গুরুত্বর আহত কামাল হোসেনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। ঘাতক মিনি ট্রাক, ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশ।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার একটি সড়ক দূর্ঘটনায় বাপ-মেয়ে মারা গেছে। ট্রাকসহ চালক-হেলপারকে আটক করেছে পুলিশ। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮