মেধা বিকাশে উৎসাহের লক্ষ্যে পটুয়াখালীতে মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করেছে ব্যবসায়ী সংগঠন দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ২০১৬ সালের পিএসসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত চেম্বারের সদস্যদের সন্তানদের মধ্যে মেধাবী ৪৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি হিসেবে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. শাহজাহান মিয়া।
আজ শনিবার বেলা ১১টায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান মোশারফ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এড. তারিকুজ্জামান মনি প্রমুখ।
অনুষ্ঠানে চেম্বারের সাবেক সভাপতিবৃন্দ, বর্তমান পরিষদের সদস্যরা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯