বাগেরহাটের মোরেলগঞ্জ মতুয়া সংঘের বরুণী মেলায় যোগ দিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ। শনিবার বেলা ২টায় তিনি শ্রীধাম লক্ষীখালীর এ মেলায় যোগ দেন। এখানে তিনি ভারতীয় লোকসভার সদস্য মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মাতাশ্রী মমতা ঠাকুর এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
মমতা ঠাকুর এ সময় বলেন, মতুয়ারা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে, আমাদের মতাদর্শে কোনই সাম্প্রদায়িকতা নেই। বারুণী স্নানোৎসব মতুয়াদের হলেও সকল ধর্ম বর্ণের মানুষের অংশ গ্রহণে এই উৎসব সফল ও আনন্দমুখর হয় উঠে। মেলায় অংশ গ্রহণের জন্য মমতা ঠাকুর ছাত্রলীগের সাবেক এই নেতাকে ধন্যবাদ জানান এবং তাকে সাথে নিয়ে দীর্ঘক্ষণ কীর্তন উপভোগ করেন।
বদিউজ্জামান সোহাগ এ সময় সাংবাদিকদের উদ্দেশে বলেন, মেলায় আগত ভক্তদেরকে উৎসাহ যোগাতেই আমি মেলায় যোগ দিয়েছি। এদেশে আর কোন সাম্প্রদায়িক শক্তির উত্থান হওয়ার সুযোগ দেওয়া হবে না। এসময় তার সাথে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, আ. লীগ সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, চেয়ারম্যান শাহজাহান আলী, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর সভাপতি শেখ মনিরুজ্জামান রাজ্জাক, যুবলীগ নেতা হাসিব খান, মো. রাসেল হাওলাদার।
বিডি প্রতিদিন/এ মজুমদার