নকল করার দায়ে ঝিনাইদহের ১০ জন এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরা হলো মহেশপুর উপজেলার ভোকেশনার শাখা (বিএম) পরীক্ষার্থী শফিউজ্জামান, বিপ্লব কুমার, তমাল বিশ্বাস, জহুরুল ইসলাম, সাইফুল ইসলাম, তারেকুজ্জামান এবং হরিণাকুন্ডুর পরীক্ষার্থী রিপন হোসেন, ফয়জুর রহমান, জাফিরুল ইসলাম ও সাগর হোসেন।
ইউএনও আশাফুর রহমান জানান, শনিবার পুড়াপাড়া কাঠগড়া হাইস্কুল পরীক্ষা কেন্দে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলছিল। বহিষ্কৃত ৬ শিক্ষার্থী নকল নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে। এরপর তাদের হাতেনাতে আটক করে পরীক্ষার কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। এদিকে হরিণাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন জানান, শনিবার এইচএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্রের পরিক্ষা চলাকালীন সরকারী লালনশাহ কলেজ কেন্দ্রে স্থানীয় জোড়াদহ কলেজের পরিক্ষার্থী রিপন হোসেনের পক্ষে আরিফুল ইসলাম নামে এক যুবক পরীক্ষা দিচ্ছিল। এ সময় তাকে আটক করে পাবলিক পরীক্ষা অপরাধসমূহ আইন ১৯৮০ এর ৩ ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও পরিক্ষার্থী রিপনসহ জোড়াদহ কলেজের পরিক্ষার্থী ফয়জুর রহমান, জাফিরুল ইসলাম ও মান্দিয়া আইডিয়াল কলেজের পরিক্ষার্থী সাগর হোসেনকে পরিক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার