চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাট এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান হাটহাজারী থানার ডিউটি অফিসার কনস্টেবল রবিউল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম শহরমুখী একটি ট্রাক হাটহাজারীগামী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা আরোহী দুজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬