বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় এটিএন বাংলার ক্যামেরাম্যান আজিজুল হাকিমসহ ২জন গুরুতর আহত হয়ছে। এলাকাবাসী তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়।
শুক্রবার সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া তেঁতুলতলায় সন্ত্রাসীরা তাকে বেদম প্রহার করলে হাকিমের ডান চোখ গুরুতর জখম এবং তার বন্ধু সুমন শারীরিকভাবে আহত হয়।
আহত হাকিম জানায়, অফিসের কাজ শেষে মোটরসাইকলে যোগে শহরের সাতমাথায় ফেরার পথে তেঁতুলতলায় একজন যুবককে সন্ত্রাসীরা বেদম প্রহার করতে দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে সন্ত্রাসীরা হাকিমকে জিজ্ঞেস করে- তুই কে? এ সময় হাকিম নিজের পরিচয় দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তারা তাকে কিলঘুষি মারতে তাকে এবং ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ সময় তার বন্ধু সুমন তাকে বাঁচাতে গেলে সেও আহত হয়। সন্ত্রাসীরা একপর্যায়ে হাকিমের ডান চোখে প্রচন্ড জোরে ঘুষি মারলে সে সেখানেই লুটিয়ে পড়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। এরপর থেকে সে ডান চোখে দেখতে পারছে না। এ ব্যাপারে পুলশিকে জানানো হলেও তারা কাউকে গ্রেফতার করতে পারনি।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "রাতভর কয়েকদফা ঘটনাস্থলে ও আশপাশের এলাকায় পুলিশ সন্ত্রাসীদের শনাক্ত করতে কাজ করেছে। অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।"
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭