ময়মনসিংহের গফরগাঁওয়ে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গরুহাটা এলাকায় মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল। মেলায় ৪০ টি স্টল স্থান পেয়েছে। গফরগাঁওয়ে এই প্রথম মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কতৃপক্ষ।
মাসব্যাপী এ মেলার আয়োজক ও সার্বিক তত্বাবধানে রয়েছে গফরগাঁও পৌরসভা।
গফরগাঁও পৌরসভার মেয়র ইকবাল হোসেন সুমনের সভাপতিত্বে বাণিজ্য মেলা উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ