পটুয়াখালীর কলাপাড়ায় মনির হাওলাদার(৫৬) নামে এক দুধ বিক্রেতাকে মারধর করে অজ্ঞান করে ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে একসনা জমির পাওনা টাকা দিতে যাওয়ার পথে দূর্র্বত্তরা তার উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহত দুধ বিক্রেতা মনির জানান, ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে কলাপাড়ায় আসার পথে দূর্বৃত্তরা তার পিছু নেয়। বানাতীবাজার সংলগ্ন এলাকায় আসলে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। তবে তারা ছিনতাইকারীদের চিনতে পেরেছেন বলে তিনি জানিয়েছেন।
কলাপাড়া থানার এস,আই শহিদুল ইসলাম খান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮