পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে চিংড়ির পোনা শিকার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের মহিলা সহ অন্তত ১৫ জন জেলে আহত হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চাইলতাবুনিয়া গ্রামে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো আ.রাজ্জাক (৫০) আবুল কালাম (৩৫) হ্নদয় (২৫) আসমা (২৫) ও আবুল হোসেন (৩৫)। এ ঘটনা ঘটেছে
চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মো.সেলিম মিয়া জানান, শুক্রবার রাতে রাজ্জাক গ্রুপের লোকজন সবুজ গ্রুপের মোসা. আসমা বেগমকে চর-থাপ্পর দিয়ে নদীতে আগুনমুখা নদীতে ফেলে দেয় এবং নদীতে পোনা শিকার করতে বাঁধা প্রদান করেন। এ ঘটনার জের ধরে সবুজ গ্রুপের লোকজন রাজ্জাক গ্রুপের লোকজনদের শনিবার সকালে পোনা ধরতে বাঁধা দিয়ে মারধর করে। এ নিয়ে দু’গ্রুপের জেলেদের মধ্যে ব্যাপক মারামারিতে অন্তত ১৫ আহত হয়েছে।
চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.রিন্টু তালুকদার জানান, ঘটনা ঘটার পরে দু’গ্রুপের লোকজন আমার কাছে এসেছিল। তাদের শালিশ মীমাংসা করে দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
কলাপাড়া থানা ওসি জিএম শাহনেওয়াজ জানান, এখন পর্যন্ত কোন আভিযোগ আসেনি। আভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯