বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বার্ষিক সাধারণ সভা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। সভার কর্মসূচী অনুযায়ী চেম্বার সচিব কর্তৃক বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ সহ আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়।
শনিবার চেম্বার ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বগুড়া চেম্বারের সভাপতি মোঃ মাছুদুর রহমান মিলন।
সভায় চেম্বার পরিচালনা পর্ষদের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক আবুল কালাম আজাদ, অশোক রায়, আসিফ মোহাম্মদ খান রনি, আলহাজ্ব মোঃ পারভেজ হোসেন উজ্জল, পরিচালক মোঃ মাফুজুল ইসলাম রাজ, আরিফুজ্জামান আরিফ, মোঃ আজগর আলী, মোঃ হায়দার আলী, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, মোঃ এনামুল হক রানা, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল মান্নান, চেম্বারের সহ-সভাপতিদ্বয় আলহাজ্ব মোঃ এনামুল হক দুলাল ও এ.টি.এম. শাফিকুল হাসান জুয়েল।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১