নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু ভরাটকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজনের কবজি বিচ্ছিন্নসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
কবজি বিচ্ছন্ন হওয়া নাঈম মিয়াকে (৩৩) রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বিকেলে স্থানীয় কাজীরবাগ এলাকার ২০/২৫ জন যুবক দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে কোম্পানির আঞ্চলিক অফিসে হামলা করে। এসময় দুইপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে নারী ও পুরুষসহ অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ইউরো গ্যাস কোম্পানির আঞ্চলিক অফিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, স্থানীয় কয়েকজন বালু ভরাটের কাজ না হামলা চালিয়েছে। এতে আমাদের নিরাপত্তাকর্মী নাঈম মিয়ার ডান হাতের কবজি বিছিন্ন হয়ে গেছে।
বিডি প্রতিদিন/ ০৬ মে ২০১৭/আরাফাত