গোপালগঞ্জের মুকসুদপুর থেকে সাড়ে ১২ শ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে র্যাব ৮। শনিবার গভীর রাতে মুকসুদপুর উপজেলার ভজনদি গ্রাম থেকে এসব বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহিদ হাসান টিটু (৩৫ ) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব ৮ এর মাদারীপুর ক্যাম্প ইনচার্জ মেজর সোহেল রানা প্রিন্স জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মুকসুদপুর উপজেলার ভজনদি গ্রামে জাহিদ হাসান টিটুর বাড়ির সেপটিক ট্যাংকের মধ্য থেকে বিয়ারের ক্যানগুলো উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ির মালিককে আটক করা হয়।
রবিবার সকালে এ ব্যাপারে মাদারীপুর ক্যাম্পে র্যাবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন