পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় সোলায়মান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে পত্তাশী-ইন্দুরকানি সড়কের বালুর রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সোলায়মান ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে অটোরিকশায় করে ইন্দুরকানি শহরের উদ্দেশে বের হন সোলায়মান। পথে বালুর রাস্তা এলাকায় এলে আরেকটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে তাদের বহনকারী অটোরিকশাটি উল্টে যায়। এসময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সোলায়মান। পরে এলাকাবাসী আহত অবস্থায় সোলায়মানকে উদ্ধার করে ইন্দুরকানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৭/হিমেল