বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে আগামী ২৩ মে ভোট গ্রহণকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। আজ রবিবার রাতে বিএনপি মনোনীত প্রার্থী ও তার কর্মী সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এতে বিএনপি প্রার্থীর তিন কর্মী গুরুতর আহত হয়েছে।
জানা গেছে, রবিবার সন্ধ্যার পর ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাদারশী গ্রামে বিএনপি প্রার্থী কামরুজ্জামান পিকিং উঠান বৈঠক করে নেতাকর্মীদের নিয়ে নিজ বাড়ি মুন্ডুপাশায় ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ৮টার দিকে সোনারবাংলা স্কুলের সামনে লাঠিসোটা নিয়ে তাদের উপর আকস্মিক হামলা চালায় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করলেও মাইনুল হক বালী এবং ইমরানসহ বিএনপি’র তিন জন আহত হন। তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করেন স্বজনরা।
উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ