বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তাকারী ৬ দালালকে রবিবার রাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাদের আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে ৩১ বিজিবি। আটকরা হলেন- আজিজুল হক (২২), রিয়াজ (৪৫), মো. নাছির (৩২), ওয়াজ উদ্দিন (২২), রহমত উল্লাহ (৫০), মো. হোসেন (৩৫)। এরা সবাই উপজেলার গোদারবিল, শাহপরীরদ্বীপসহ বিভিন্ন গ্রামের বাসিন্দা।
জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মায়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে রোহিঙ্গা নাগরিকদের প্রবেশ করাতো বলে স্বীকার করেছে তারা। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার