বরিশালে 'জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হউন, বেকারত্ব অবসানে উদ্যোক্তা গড়ে তুলুন' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং বেসরকারী সংগঠন উদ্যোক্তা সংস্থা যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল বিএম কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অন্ট্রাপ্র্যানার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (উদ্যোক্তা সংস্থার) প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. মানিকুজ্জামান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর স.ম. ইমানুল হাকিম এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ।
আলোচনা সভায় বিএম কলেজের শিক্ষক মন্ডলী, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থী সহ নগরীর বিভিন্ন কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকগন এবং গন্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের কুফল সম্পর্কে নতুন প্রজন্মকে ধারনা দেন এবং এসব থেকে বিরত থাকা ও এগুলো নির্মুলের জন্য নানা দিক নির্দেশনা দেন।
সভার সভাপতি মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন ধর্মের নামে মানুষ হত্যা এবং ধর্মের কথা বলে যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে শিক্ষার্থীদের ওয়াদাবদ্ধ করান। এছাড়া মাদককে না বলতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান পুলিশ কমিশনার।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০