সারা দেশের মতো বরিশালেও শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র ন্যায্য মূল্যে পন্য বিক্রি কার্যক্রম। সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ৫টি ট্রাকে ৪ ধরনের নিত্যপন বিক্রি কার্যক্রম শুরু হয়।
টিসিবি বরিশাল আঞ্চলিক অফিস জানায়, এই অঞ্চলের ৮ জেলায় ১২১জন ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে পন্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বরিশাল নগরীতে রয়েছে ২১জন ডিলার। ছোলা বুট ৭০ টাকা, চিনি ৫৫ টাকা, সয়াবিন ৮৫ টাকা এবং মসুর ডাল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ন্যায্য মূল্যে নিত্যপন্য কিরতে পেরে খুশি সাধারন মানুষ। টিসিবি পন্যের গুনগত মানও ভালো বলে ক্রেতারা জানিয়েছেন। গোলাম সরোয়ার নামে নগরীর একজন ডিলার জানিয়েছেন, টিসিবি পন্যের মান ভাল হওয়ায় খুশি ক্রেতারা। তবে মসুর ডালের দাম আরেকটু কম হলে সাধারন ক্রেতাদের সুবিধা হতো বলে মন্তব্য করেছেন ডিলার সরোয়ার।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২