কক্সবাজারের টেকনাফ সীমান্তে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইয়াবা উদ্ধারের ঘটনায় রাজু শীল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার মৃত অনন্ত কুমার শিলের ছেলে বলে জানা গেছে।
এদিকে তাকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে উদ্ধার ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টেকনাফস্থ উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দীকি জানান, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপির হাবিলদার মো. আশরাফুল আলমের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহলদল টেকনাফ সদর ইউপিস্থ আড়াই নং ভাঙ্গা এলাকার কেওড়া বাগানে অবস্থান নেয়। এসময় নাফনদী দিয়ে তিনজন লোক আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে রাজু শিলকে আটক করতে সক্ষম হয় বিজিবি। অন্য দু'জন পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া প্যাকেটগুলো উদ্ধারপূর্বক গণনা করে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ