আগস্টের প্রথম প্রহরে কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে করিমগঞ্জে আওয়ামী লীগ নেতা এমরান আলী ভূইয়ার নেতৃত্বে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে নেতাকর্মীরা মোমবাতি প্রজ্জ্বলন করেন।
এ সময় বক্তব্য রাখেন, এমরান আলী ভূইয়া, আবু তাহের, ডা. প্রবীর চক্রবর্তী, মাহবুবুল আলম, মোয়াজ্জেম হোসেন কবীর, হাছু ফকির, শামীম আহমেদ প্রমুখ। নেতারা বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার