বরিশালের বাবুগঞ্জ উপজলোর ভূতেরদিয়া গ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জামাল হাওলাদার (৩০) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ দুপুরে দুর্ঘটনায় নিহত জামাল বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাসিন্দা মোখলেস হাওলাদাররে ছেলে।
বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের নির্মাণাধীন ভবনে রংয়ের কাজ করছিল জামাল। এ সময় অসাবধানতাবশত ভবন থেকে পড়ে আহত হলে তাকে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতাল প্রেরন করেন চিকিৎসকরা। বিকেল সোয়া ৩টায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার