কক্সবাজারের টেকনাফের সাবরাং নয়াপাড়ায় অন্তঃসত্ত্বা সেলিনা বেগম (২৫) নামের এক গৃহবধূকে বিদ্যুৎ শর্ট দিয়ে হত্যা করা হয়েছে। নিহত গৃহিনী সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পুরান পাড়া এলাকার সিরাজুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। আজ বিদ্যুৎ শর্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ১৮ সেপ্টেম্বর সোমবার ভোরে বড় সতীন মোতাহার বেগমের দ্বিতীয় ছেলে জুবাইর আহমদ মুঠোফোনে নিহত সেলিনার মায়ের কাছে মেয়ের মৃত্যু সংবাদ জানান। খবর পেয়ে সেলিনার মা ও বোন ঘটনাস্থলে এসে বিদ্যুতের তার পেচাঁনো এবং পোড়া অবস্থায় মেয়ের মৃতদেহ দেখতে পায়। এদিকে ঘটনার পর থেকে বড় সতীন মোতাহার বেগম, তারই ছেলে রিয়াজুল ইসলাম ও জুবাইর আহমদ পলাতক রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে এ ঘটনাটি শুনে সাথে সাথে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এদিকে খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উপ-পরিদর্শক (এসআই) নূরুল আমিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। লাশের সুরুতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পাওয়া গেলে হত্যার বিষয় জানা যাবে। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে স্বামী সিরাজুল ইসলামকে আটক করা হয়। এখনও অন্যরা পালাতক রয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাইন উদ্দীন খান জানান, এ ঘটনার খবরে থানা পুলিশের টিম পাঠিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার