নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও) দিবস উপলক্ষে নেত্রকোনায় কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় মোক্তারপাড়া প্রেসক্লাব মিলনায়তনে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা প্রকল্প স্বাবলম্বী উন্নয়ন সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাবলম্বীর কর্মসূচি পরিচালক স্বপন পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের নেত্রকোনা কর্মকর্তা ফেরদৌসি বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, আবু আব্বাছ কলেজের শিক্ষক নাজমুল কবীর ও স্বাবলম্বীর ব্যাবস্থাপক কোহিনুর বেগম।
পরে মোর্শেদ ইকবাল রিমু ও নাইম সুলতানা লিভনের পরিচালনায় কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় আবু আব্বাছ ডিগ্রী কলেজ, কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয় ও কাইলাটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষা ও নারী বিষয়ক বিভিন্ন কুইজে অংশগ্রহণকারীদের মাঝে বিজয়ী ৯ জনকে পুরস্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল