মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামে তিনটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা তিনজনকে আহত করে প্রায় ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে জানা গেছে। সোমবার দিবাগত রাত পৌনে ২টায় ব্যাংকার নিপতি রঞ্জন চৌধুরীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশাহ বলেন, এ ডাকাতির ঘটনা আমাদেরকে হতবাক করেছে। এএসপি সার্কেল মো. আশফাকুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
ডাকাতদের গুলিতে দুই শিক্ষার্থী ও এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ