চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি ফিশিং ট্রলারের নিচে কাজ করতে গিয়ে আটকা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আশরাফ, বয়স ৬০ বছর।
মঙ্গলবার সকালে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বলেন, সকালে কর্ণফুলী নদীতে ভাসমান ট্রলারের নিচে কাজ করতে গিয়ে আটকা পড়েন আশরাফ। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চমেকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ