মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ বন্ধের দাবিতে মাগুরা জাসদ ছাত্রলীগ আজ রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শহরের ভায়না মোড় থেকে মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ হৃদয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি এটিএম মহব্বত আলী, ইদ্রিস আলী, বাসারুল হায়দার বাচ্চু প্রমুখ।
বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন বন্ধ ও তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার পাশাপাশি দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির নোবেল প্রত্যাহারের দাবি জানান।
বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা