বগুড়ার দুপচাঁচিয়ায় মাল্টিপ্লাগ মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সাদমানুল হক সৈকত (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার খাগড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সৈকত উপজেলার খাগড়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে এবং আলতাফনগর শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
ঘটনার দিন দুপুরে সৈকত বাড়িতে মাল্টিপ্লাগ মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। বাড়ির লোকজন আহত সৈকতকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব