লক্ষ্মীপুরে সদর উপজেলার নুরুল্যাপুর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফ উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও মাদাকাসক্তিসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগে সোমবার সকালে ওই শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক স্কুলে নিয়মিত উপস্থিত থাকেনা। কখনো কখনো দুপুরে আবার কখনো ছুটির পরে বিকেলে স্কুলে আসেন তিনি। নবম ও দশম শ্রেণিতে ৪টি বিষয়ে পাঠদানের কথা থাকলেও তা করেন না ওই শিক্ষক। এছাড়া তিনি ইয়াবা সেবনসহ বিভিন্ন মাদকাসক্তের সাথে জড়িত বলেও অভিযোগ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
মানববন্ধনে অবিলম্বে দ্রুত অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/২৫ সেপ্টেম্বর ২০১৭/হিমেল